জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রার্থীদের নিয়ে ‘জমিয়ত প্রার্থীদের নির্বাচনী ভাবনা’ ধারাবাহিক প্রতিবেদনের আজকের আয়োজনে থাকছেন মৌলভীবাজার-২ আসনের খেজুরগাছ প্রতীকের প্রার্থী মাওলানা শেখ নূরে আলম হামিদী।
মৌলভীবাজার-২ দেশের একটি গুরুত্বপূর্ণ আসন। মোট ৪,৫৯,১০৪ জন ভোটারের এ আসনটি রাজনৈতিক দলগুলোর কাছে বিশেষ গুরুত্ব বহন করে। সাংস্কৃতিক বৈচিত্র্য, প্রবাসী নির্ভর অর্থনীতি ও শিক্ষায় অগ্রসর এই জনপদে রাজনৈতিক সমীকরণে স্থানীয় ইতিহাস ও পারিবারিক ঐতিহ্য বড় ভূমিকা রাখে।
মাওলানা শেখ নূরে আলম হামিদী বরুণার পীর আল্লামা শায়খ খলীলুর রহমান হামিদী (রহ.)-এর জ্যেষ্ঠ পুত্র। বাংলাদেশ ও ইংল্যান্ডের দ্বৈত নাগরিক এই প্রার্থী বর্তমানে বরুণা মাদরাসার সদরে নায়েবে মুহতামিমের দায়িত্ব পালন করছেন। পাশাপাশি মৌলভীবাজারসহ দেশ-বিদেশের বিভিন্ন সামাজিক সংগঠন ও আন্দোলনে সক্রিয় রয়েছেন। তাঁর দাদা শায়খুল ইসলাম সায়্যিদ হুসাইন আহমদ মাদনী (রহ.)এর অন্যতম শীষ্য ও খলীফা, আল্লামা শায়খ লুৎফুর রহমান বর্ণভী (রহ.), আর পিতা শায়খুল হাদীস আল্লামা শায়খ খলিলুর রহমান হামিদী (রহ.) দেশের একজন প্রসিদ্ধ আলেম ছিলেন।
১৯৯৫ সালে গহরপুর জামেয়া থেকে দাওরায়ে হাদীস উত্তীর্ণ হওয়ার পর শিক্ষকতার মাধ্যমে কর্মজীবন শুরু করেন তিনি। শিক্ষকতা ও সমাজসেবা তাঁর আত্মতৃপ্তি। শায়খুল ইসলাম মাদানী (রহ.)-এর আধ্যাত্মিক ও আদর্শিক প্রেরণা এবং দাদা-পিতার রাজনৈতিক প্রজ্ঞা তাঁকে ইসলামী রাজনীতির অঙ্গনে আসতে অনুপ্রাণিত করেছে।
আসন্ন নির্বাচন নিয়ে শায়খ নূরে আলম হামিদীর ভাবনা কী? তারই উত্তর খুঁজেছেন উম্মাহ’র নিজস্ব প্রতিনিধি, মুহাম্মদ নূর হোসাইন।
উম্মাহ: মৌলভীবাজার-৪ থেকে আপনার জয়লাভের সম্ভাবনা আপনি কীভাবে মূল্যায়ন করেন?
শায়খ নূরে আলম হামিদী: আমি আশাবাদী। হযরত শায়খে বর্ণভী (রহ.)-এর ইতিহাস ও ঐতিহ্যের প্রতি এ অঞ্চলের মানুষের সহানুভূতি আকাশচুম্বি। আমার মরহুম চাচা শফিকুর রহমান হামিদীও সেই ঐতিহ্যের ভিত্তিতেই এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
উম্মাহ: নির্বাচনী প্রচারণায় আপনি কী ধরনের কৌশল গ্রহণ করছেন, বিশেষ করে তরুণ ও প্রথমবারের ভোটারদের আকৃষ্ট করতে?
শায়খ নূরে আলম হামিদী: বাস্তব, কর্মমুখী ও জনবান্ধব কর্মসূচি গ্রহণই আমার নির্বাচনী ও আদর্শিক চেতনা। তরুণ প্রজন্মের জন্য দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বিশেষ বৃত্তি প্রদান, বিনামূল্যে শিক্ষাসামগ্রী বিতরণ এবং কর্মসংস্থানমুখী কারিগরি উদ্যোগ বাস্তবায়নের পরিকল্পনা নিয়েছি।
উম্মাহ: জনগণকে জমিয়তের রাজনৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ করতে আপনি কী কী উদ্যোগ নিচ্ছেন?
শায়খ নূরে আলম হামিদী: জমিয়তে উলামায়ে ইসলাম উপমহাদেশ প্রাচীন ও আদর্শিক রাজনৈতিক প্লাটফর্ম। এটি আমাাদের প্রতি আকাবির ও আসলাফের আমানত। দাদাজী ও আব্বাজী (রহ.) এ আমানতের দায়িত্ব কাঁধে নিয়ে সুদূরপ্রসারী কর্মসূচী বাস্তবায়নে দেশব্যাপী চষে বেড়িয়েছেন। আমিও সেই ধারায় দেশে-বিদেশে যথাসাধ্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। ইসলাম ও মানবতার কল্যাণে নিয়মিত, সুশৃঙ্খল ও চৌকস দায়িত্ববোধ নিয়ে এ কাজে এগিয়ে যেতে চাই।
উম্মাহ: আপনার দল বা দলীয় প্রতীকের আদর্শিক অবস্থান সম্পর্কে সাধারণ জনগণকে জানাতে কী কার্যক্রম হাতে নিচ্ছেন?
শায়খ নূরে আলম হামিদী: প্রচারেই পরিচিতি, আমি আপাততঃ এই নীতিতেই অগ্রসর হচ্ছি।
উম্মাহ: আপনি নির্বাচিত হলে প্রথম ৬ মাসে সাধারণ মানুষের কোন সমস্যাগুলোকে অগ্রাধিকার দেবেন এবং স্থানীয় অবকাঠামো, শিক্ষা, সুবিচার, স্বাস্থ্য, পানি-গ্যাস-বিদ্যুৎ, রাস্তাঘাট ইত্যাদি ক্ষেত্রে কী ধরনের পদক্ষেপ নিতে চান?
আরও পড়তে পারেন-
- আদর্শ সমাজ বিনির্মাণে ইসলামের ভূমিকা
- সাম্প্রদায়িক সম্প্রীতি যেন হুমকির মুখে না পড়ে
- সমৃদ্ধ জাতি নির্মাণে দরকার বুদ্ধিবৃত্তিক জাগরণ ও আলেমদের এগিয়ে আসা
- সালাম-কালামের আদব-কায়দা
- বিবি খাদিজা (রাযি.): ইসলাম ধর্মের ইতিহাসে গুরুত্বপূর্ণ নারী
শায়খ নূরে আলম হামিদী: মৌলভীবাজার-৪ আসনের মানুষ আমার আপনজন। তাদের সুখ-দুঃখ, আশা-আকাঙ্ক্ষা ও স্বপ্ন আমার ব্যাক্তিগত দায়িত্বের অংশ। ইনশাআল্লাহ, নির্বাচিত হলে প্রথম ছয় মাসেই চোখে পড়ার মতো পরিবর্তন আনতে অগ্রাধিকারভিত্তিক পদক্ষেপ গ্রহণ করবো।
১. খনিজ সম্পদে ভরপুর মৌলভীবাজার-৪ আসনের বঞ্চিত ও অবহেলিত মানুষের পক্ষে দাঁড়ানো।
২. আধুনিক ও টেকসই সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, বিশেষ করে গ্রামীণ সড়কের সংস্কার ও নতুন সড়ক নির্মাণ।
৩. প্রয়োজনীয় সেতু ও কালভার্ট নির্মাণ এবং পুরোনোগুলো সংস্কার।
৪. প্রয়োজনীয় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ, ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত এবং বন্যা মোকাবিলায় পূর্বপ্রস্তুতি নেওয়া।
৫. শিক্ষাপ্রতিষ্ঠাগুলোর অবকাঠামোগত উন্নয়ন, ডিজিটাল ক্লাসরুম স্থাপন এবং মানসম্মত শিক্ষক নিয়োগের ব্যবস্থা।
৬. উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে আধুনিক যন্ত্রপাতি সরবরাহ, পর্যাপ্ত চিকিৎসক ও নার্স নিয়োগ এবং জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করার।
৭. গ্রামীণ এলাকায় কমিউনিটি ক্লিনিকগুলোর কার্যকারিতা বৃদ্ধি ও নতুন ক্লিনিক স্থাপন করা।
৮. গর্ভবতী মা ও শিশুদের জন্য বিশেষ স্বাস্থ্যসেবার ব্যবস্থা করা।
৯ কৃষি প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ, কৃষকদের প্রশিক্ষণের মাধ্যমে কৃষকসমাজের উন্নয়ন, কৃষকদের ভর্তুকি প্রদান এবং মৎস্য চাষে আধুনিকীকরণ, মৎস্যজীবীদের প্রশিক্ষণ প্রদান এবং জলমহালগুলোতে মাছের উৎপাদন বৃদ্ধির ব্যবস্থা করা।
১০. মৌলভীবাজার -৪ আসনের প্রাকৃতিক সৌন্দর্যকে কাজে লাগিয়ে পর্যটন শিল্পের বিকাশ এবং এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করা।
১১. গ্রামাঞ্চলে শতভাগ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা।
১২. দুটি উপজেলাকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং পুলিশি সেবার আধুনিকীকরণ করে জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ।
১৩. পরিবেশ দূষণ রোধে কার্যকর আইন প্রণয়ন ও বাস্তবায়ন এবং নদী ও খাল-বিল রক্ষা।
১৪. মসজিদ, মাদরাসাসহ সকল ধর্মের ধর্মীয় স্থাপনাসমূহের উন্নয়ন ও সংস্কার করা।
১৫. চা শ্রমিক ও অনগ্রসর চা শ্রমিকসহ ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, নিরাপত্তা, সহাবস্থান নিশ্চিতে যথাযথ পদক্ষেপ গ্রহণ।
উম্মাহ: তরুণ, নারী ও সংখ্যালঘুর নিরাপত্তা ও কর্মক্ষেত্রে অংশগ্রহণ বিষয়ে কী উদ্যোগ নিতে চান?
শায়খ নূরে আলম হামিদী: এসব ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মোটেই কার্পণ্য হবেনা। উধার মানবিকতায় সব শেণী-পেশার মানুষের অধিকার ও নিরাপত্তা রক্ষায় আমি অঙ্গীকারাবদ্ধ।
উম্মাহ: আসন্ন নির্বাচনকে আপনি কীভাবে দেখছেন—সহযোগিতাপূর্ণ না প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ?
শায়খ নূরে আলম হামিদী: মানুষের অধিকার রক্ষার্থে দেশ পরিচালনায় একটি নির্বাচিত সরকার অনিবার্য। সে ক্ষেত্রে আমি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে দেশ গড়ার প্রত্যয়ে সহযোগিতামূলক মনে করছি। এতে মানুষের হরন করা অধিকার ফিরে আসবে, ইনশাআল্লাহ।
উম্মাহ: আপনার আসনে অন্যান্য প্রার্থীদের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি কী?
শায়খ নূরে আলম হামিদী: আমি যতটুকু জানি এ পর্যন্ত প্রার্থী চুড়ান্ত হয়নি, সম্ভাব্য প্রার্থীদের ক্ষেত্রে আমি ইতিবাচক মনোভাব লালন করি। তবে বৃহত্তর ইসলামী রাজনৈতিক ঐক্য আমার লালিত সপ্ন।
উম্মাহ: আগামীর বাংলাদেশ কেমন দেখতে চান? আপনার স্বপ্নের বাংলাদেশ কেমন হবে?
শায়খ নূরে আলম হামিদী: ৭১ ও ২৪-এর চেতনায় উদ্বুদ্ধ হয়ে সৎ ও যোগ্যদের নেতৃত্বে সন্ত্রাস, দূর্ণীতি ও ফ্যাসিস্টমুক্ত আগামীর বাংলাদেশ চাই।
উম্মাহ২৪ডটকম: এমএ