Home মহিলাঙ্গন মিসরের বিখ্যাত মহিলা ক্বারী সামিয়া বাকর আল-বান্নাসি’র ইন্তেকাল

মিসরের বিখ্যাত মহিলা ক্বারী সামিয়া বাকর আল-বান্নাসি’র ইন্তেকাল

আশফাক জাদিদ: মিসরের বিখ্যাত মহিলা ক্বারী শায়খাহ সামিয়া বাকর আল-বান্নাসি বুধবার (১২ আগস্ট) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। এ সময় তাঁর বয়স হয়েছিল ৯০ বছর।

মিসরের নারী হাফেজাদের মধ্যে তিনিই ছিলেন সবচেয়ে প্রবীণ। তাঁকে হারিয়ে বিশ্ব মুসলিম সত্যিকারের অভিজ্ঞ একজন কুরআন গবেষক হারালো। কুরআন বিষয়ক জ্ঞানের বিভিন্ন শাখায় তাঁর ছিল অসামান্য বুৎপত্তি।

সামিয়া বাকর আল বান্নাসির ইন্তেকালে মিসর সহ বিশ্বের বিভিন্ন দেশের কুরআনিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছে।

সামিয়া বাকর আল বান্নাসি ১৯৩০ সালে মিসরে জন্মগ্রহণ করেন। জন্মগতই তিনি দৃষ্টিহীনা ছিলেন। কিন্তু এর পরিবর্তে মহান আল্লাহ তাঁকে অন্তর্দৃষ্টি দান করেছিলেন। আল্লাহর আবেদা মহিয়সী এই নারী গোটা জীবনই আল্লাহ এবং আল্লাহর কালাম (পবিত্র কুরআন)এর জন্য অতিবাহিত করেছেন।

তিনি অবিবাহিতা ছিলেন। তিনটি বর্ণনায় তিনি পবিত্র কুরআন পাঠ করতেন এবং অসংখ্য নারী-পুরুষকে ক্বিরাতের সনদ প্রদান করেছেন। এশিয়া, ইউরোপ এবং আরববিশ্বের অগণিত কুরআন শিক্ষার্থীর শিক্ষিকা ছিলেন সামিয়া বাকর আল বান্নাসি। সূত্র- আল ইয়াওমুস সা’বি।

আরও পড়তে পারেন-

স্বামী নিরুদ্দেশ হয়ে গেলে স্ত্রী দ্বিতীয় বিয়ে করতে পারবে কি?

অনুমতি না নিয়ে কারো কথাবার্তা বা ফোনালাপ রেকর্ড করা সম্পর্কে ইসলামের বিধান

বিধবা স্ত্রী সন্তানদের ভরণ-পোষণ ও ব্যয় নির্বাহের জন্য চাকুরী করতে পারবেন কিনা?

স্বামী নিরুদ্দেশ হয়ে গেলে স্ত্রী দ্বিতীয় বিয়ে করতে পারবে কি?

ফজরের আযানের পর নফল নামায পড়া যাবে কি?

উম্মাহ২৪ডটকম:এমএমএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।