Home ধর্মীয় প্রশ্ন-উত্তর ‘মাস্ক’ পরে নামায আদায়ে শরীয়তের কোন বিধি-নিষেধ আছে কি?

‘মাস্ক’ পরে নামায আদায়ে শরীয়তের কোন বিধি-নিষেধ আছে কি?

প্রশ্ন: সালাম বাদ, মুহতারাম মুফতী সাহেব হুজুর! বর্তমান করোনা মহামারী কালীন সময়ে অনেক লোককে দেখা যায়, নামায পড়ার  সময়ও মুখে মাস্ক (Mask) পরে থাকেন। শরীয়তের আলোকে এতে কোন রকম বিধি-নিষেধ আছে কি- দলিল-প্রমাণ দিয়ে জানালে খুশি হবো।

উত্তরঃ নামায পড়ার সময় নাক, মুখ ঢেকে রাখতে  শরীয়তে নিষেধ এসেছে। অতএব, বাস্তবসম্মত শরয়ী ওজর ছাড়া মাস্ক (Mask) পরে নামায আদায় করা মাকরুহে তাহরিমী তথা জায়েয নয়।

মুমিনের আল্লাহর উপর ভরসা রাখা চাই। যথা সম্ভব আল্লাহ ও তাঁর রাসূল (সা.)এর দেয়া বিধানকে অক্ষুণ্ন রেখে চলার মাঝেই আমাদের কল্যাণ ও বরকত। আল্লাহ আমাদেরকে সহীহ  বুঝ ও সহীহ  আমলের তাওফীক দান করুন। 

(সূত্র- সুনানে আবি  দাউদ ,খণ্ড -১, পৃষ্ঠা -৯৪, ইবনে মাজাহ শরীফ, হাদিস নং- ৯৬৬, ফাতাওয়ায়ে শামী, খণ্ড- ১, পৃষ্ঠা- ৬৫২, হাশিয়াতুত ত্বাহত্বাবী আলাল মারাক্বী ,পৃষ্ঠা- ১৯৩, ফাতাওয়ায়ে আলমগীরিয়্যা ,খণ্ড-১, পৃষ্ঠা-১০৭)।

ফতোয়া দিয়েছেন- মুফতী মুহিউদ্দীন মাছূম

প্রধান মুফতী- জামিয়া সুবহানিয়া মাহমূদনগরতুরাগঢাকা ও জামিয়া মাদানিয়া বারিধারাঢাকা।

উম্মাহ২৪ডটকম:এমএমএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

আরও পড়তে পারেন-

স্বামী নিরুদ্দেশ হয়ে গেলে স্ত্রী দ্বিতীয় বিয়ে করতে পারবে কি?

অনুমতি না নিয়ে কারো কথাবার্তা বা ফোনালাপ রেকর্ড করা সম্পর্কে ইসলামের বিধান

বিধবা স্ত্রী সন্তানদের ভরণ-পোষণ ও ব্যয় নির্বাহের জন্য চাকুরী করতে পারবেন কিনা?

স্বামী নিরুদ্দেশ হয়ে গেলে স্ত্রী দ্বিতীয় বিয়ে করতে পারবে কি?

ফজরের আযানের পর নফল নামায পড়া যাবে কি?