Home ধর্মীয় প্রশ্ন-উত্তর অমুসলিমকে বা ঘুষপ্রদানে যাকাতের অর্থ ব্যয় করা যাবে কিনা?

অমুসলিমকে বা ঘুষপ্রদানে যাকাতের অর্থ ব্যয় করা যাবে কিনা?

প্রশ্ন: মুহতারাম মুফতী সাহেব হুজুর, আমার দুটি মাসআলা জানার ছিল- (১) বিধর্মীদেরকে যাকাত দেয়া যাবে কি? (২) কর্মজীবনে নানা কাজে সরকারী বিভিন্ন অফিসে যেতে হয়, ধর্ণা  দিতে হয়। যে কাজে সরকারি অফিসে যাই, কাজ যতই লিগ্যাল  হউক না কেন, ঘুষ ছাড়া অফিসের কর্মচারী /কর্মকর্তাদের কাছ থেকে কাজ উদ্বার করা যায়  না। বাধ্য হয়ে ঘুষ দিতে হয়। এখন আমার প্রশ্ন হলো- ঘুষের ক্ষেত্রে যাকাতের টাকা দিলে যাকাত আদায় হবে কি?

– মুঈন হায়দার।

উত্তরঃ  (১) অমুসলিমদেরকে যাকাত দেয়া ইসলামী শরীয়তে জায়েয নয়।

  • ফাতাওয়ায়ে আলমগীরিয়্যা- খণ্ড- ১, পৃষ্ঠা-১৮৮।
  • দুররুল মুখতার মাআ’শ শামী, খণ্ড- ২, পৃষ্ঠা- ৩৫১-৩৫২ (সাইদ )।
  • বাদায়েউস্ সানায়ে, খণ্ড- ২, পৃষ্ঠা- ৪৯ (সাইদ )।

(২) কাজ উদ্ধারের জন্য ঘুষের খাতে যাকাতের অর্থ খরচ করলে যাকাত  আদায় হবে না। কারণ, যাকাত  দিতে হয় ফকীর, মিসকিন তথা যাকাতের উপযুক্ত হক্বদারকে। যাকাতের অর্থের বিনিময়ে তাদের কাছ থেকে কোন ধরনের স্বার্থ সিদ্ধি ছাড়া একমাত্র আল্লাহ তাআ’লার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যেই যাকাত আদায় করতে হবে।

  • দুররুল মুখতার মাআ’শ শামী ,খণ্ড- ২, পৃষ্ঠা- ২৫৭-২৫৮  পৃষ্ঠা।
  • কাওয়ায়িদুল ফিক্বহ্, পৃষ্ঠা- ৩১৪।

ফতোয়া দিয়েছেন- মুফতী মুহিউদ্দীন মাছূম

প্রধান মুফতী- জামিয়া সুবহানিয়া মাহমূদনগর, তুরাগ, ঢাকা ও জামিয়া মাদানিয়া বারিধারা, ঢাকা।

উম্মাহ২৪ডটকম:এমএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

আরও পড়তে পারেন-