Home ধর্মতত্ত্ব ও দর্শন কাজে দক্ষতা ও নিপুণতা মুমিনের বিশেষত্ব

কাজে দক্ষতা ও নিপুণতা মুমিনের বিশেষত্ব

।। মুফতি আবদুল্লাহ নাজীব ।।

বিচক্ষণ ব্যক্তিমাত্রই জানেন, কাজ আঞ্জাম দেওয়াই সফলতা নয়। প্রকারান্তে কাজ শেষ হলেই কামিয়াবী অর্জিত হবে তাও নয়৷ বরং কাজে সফলতা ও কামিয়াবির জন্য প্রয়োজন নিপুণতা, দক্ষতা ও যথার্থতা৷

ইসলামে বিষয়টি আরও বহু গুরুত্ববহ। ইসলাম যেমন দুর্বল ও অলস মুসলিম পছন্দ করে না, তেমনি অপূর্ণাঙ্গ ও অযথার্থ কাজেরও অনুমোদন দেয় না। তাই ইসলাম প্রতিটি কাজে নিপুণতা ও যথার্থতা বজায় রাখার দিকটি আবশ্যক করে দিয়েছে ৷

রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন- إن الله كتب الإحسان على كل شيءٍ অর্থাৎ- আল্লাহ তাআলা প্রতিটি বিষয়ে ইহসানকে (নিপুণতা ও পূর্ণাঙ্গতা) আবশ্যক করেছেন। (সহীহ মুসলিম, হাদীস নং- ৫১৬৭)।

এ হাদীসের ব্যাখ্যায় ইমাম ইবনে রজব হাম্বালী বলেন-

وهذا الحديث يدل على وجوب الإحسان في كل شيء من الأعمال ، لكن إحسان كل شيء بحسبه ، فالإحسان في الإتيان بالواجبات الظاهرة والباطنة : الإتيان بها على وجه كمال واجباتها ، فهذا القدر من الإحسان فيها واجب

হাদীসটিতে মানুষের যাবতীয় কাজে ইহসানকে আবশ্যক করা হয়েছে। তবে প্রত্যেক কাজের ইহসান স্বতন্ত্র ও ভিন্ন। প্রকাশ্য-অপ্রকাশ্য অবশ্যকরণীয় আহকামসমূহ পূর্ণাঙ্গতার সাথে আদায় করা অত্যাবশ্যক। এ পরিমাণ ইহসান উক্ত আমলসমূহে ওয়াজিব। (জামিউল উলূমি ওয়ালহিকাম)।

আরও পড়তে পারেন-

হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি আরেক হাদীসে ইরশাদ করেন- إن الله يحب إذا عمل أحدكم عملا أن يتقنه ‘আল্লাহ তাআলা বান্দার সুনিপুন ও পূর্ণাঙ্গ কাজকে ভালোবাসেন’। (হাদীস হাসান, মুসনাদে আবু ইয়া’লা- ৪৩৮৬, আলমুজামুল কাবীর, তাবারানী- ৭৭৬, শুআবুল ঈমান-বায়হাকী- ৪৯২৯)। এ হাদীসের সমর্থনে আরো বহু হাদীস রয়েছে৷

ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের উন্নতি ও অগ্রগতির ক্ষেত্রে এ নীতির বিকল্প নেই৷ এ নীতি বর্জনের দরুণ মুসলিম উম্মাহর আজ এত বহুবিধ সংকট ও পতন্মুখ পরিস্থিতি ।

হাদীসে বর্ণিত ইহসান ও ইতকান এখনও আমরা আমাদের কাজে-কর্মে প্রমাণ করতে পারছি না ; যা অত্যন্ত দু:খজনক ও হতাশার।

আল্লাহ তাআলা আমাদের সুবোধ, উপলব্ধি দান করুন৷ বিলুপ্ত হওয়া সেই আসমানী নীতির পুনর্জাগরণের তাওফীক দান করুন। আমীন।

লেখক: উসতায, উলূমুল হাদীস ও দাওয়াহ বিভাগ, আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম-হাটহাজারী, চট্টগ্রাম।

উম্মাহ২৪ডটকম: এমএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।