Home সোশ্যাল মিডিয়া ধর্মকে বিজ্ঞানের বিপরীতে দাঁড় করানোটা উভয় তরফেই ঝুঁকিপূর্ণ

ধর্মকে বিজ্ঞানের বিপরীতে দাঁড় করানোটা উভয় তরফেই ঝুঁকিপূর্ণ

।। ইফতিখার জামিল ।।

ধর্মকে বিজ্ঞানের বিপরীতে দাঁড় করানোটা উভয় তরফেই ঝুঁকিপূর্ণ। এতে একদিকে বিজ্ঞান মতাদর্শে পরিণত হয়, যাকে বলা হয় বিজ্ঞানবাদ/প্রকৃতিবাদ। আপনি মনে করতে থাকেন, প্রকৃতির মধ্যেই সকল সত্য-তথ্য নিহিত, বিজ্ঞান দিয়েই সকলকিছু ব্যাখ্যা করা সম্ভব। আদতে এমন বিশ্বাস অপবিজ্ঞান, কেননা প্রকৃতিতে সবকিছু নিহিত নেই।

কেন ফুল এত ভালো লাগে, কেন স্নেহ-ভালোবাসায় কেঁপে উঠে বুক? আপনি জানেন সূর্য আরও দূরে গেলে সবকিছু হয়ে যেত বরফ, কাছে আসলে পুড়ে যেত সবকিছু, আপনি সবকিছুর তাৎপর্য খুঁজেন, ভেতর থেকেই মহামহিমের কাছে আত্মসমর্পণ করতে চান। প্রকৃতিবিজ্ঞান কখনোই এসবের ব্যাখ্যা করতে পারবে না। সে পার্থক্য করতে পারবে না কোনটা ভালো-কোনটা খারাপ, জগতের শুরু-শেষটাও তার অজানা। বলেন তো আপনি কেন সন্তান-বাবা-মাকে ভালোবাসেন?

অপর‍দিকে ধর্মকে বিজ্ঞানের বিকল্প মনে করার ঝুঁকিটাও কম নয়। সবকিছু অভিজ্ঞতা দিয়ে প্রমাণ করা সম্ভব নয়। আল্লাহ আমের মতো নয়, আমের মিষ্টির মতো আল্লাহর অস্তিত্ব চাখা যায় না, তাই আল্লাহর অস্তিত্ব নেই: নাস্তিক দিলো এই যুক্তি। আপনি ভাবলেন, আপনি আমের মতো আল্লাহর অস্তিত্বে নিশ্চিত হবেন: এটিও সম্ভব নয়। নবীজি একে বলেছেন, ওয়াসওসা। প্রমাণের খুঁজে আপনি নামাজ-রোজার রুহানিয়াত হারিয়ে ফেলবেন।

আরও পড়তে পারেন-

হারিছ আল মুহাসেবি আমাদেরকে এই বিষয়ে সতর্ক করেন। গাজালি যুক্তিতে আল্লাহকে অনুভব করতে না পেরে তাসাউফে ঝুঁকে পড়েন। আপনার বুদ্ধি কখনোই আবেগকে অনুভব করতে পারে না, আবেগে ছুয়ে যায় আপনার মন। আপনার বুক কেঁপে ওঠে। আপনি ইবাদতে স্বাদ অনুভব করেন, আপনি বুদ্ধির ওয়াসওসা অতিক্রম করে আল্লাহর ইয়াকিন ও ইহসাস লাভ করেন। আপনি ধরতে পারেন, আল্লাহ আছে আপনার কাছেই, আপনি ডাকলেই আল্লাহ আপনার ডাকে সাড়া দেন।

যুক্তিতে আল্লাহর অস্তিত্ব প্রমাণ করতে পারবেন, নাস্তিকের যুক্তি উড়িয়ে দিতে পারেন। তবে আপনি জানেন, আপনি এখনো আল্লাহর সন্ধানে ব্যস্ত, আপনাকে আরও অনেক দূরে যেতে হবে। আপনাকে অতিক্রম করতে হবে প্রকৃতি-জগত, আপনি নিজের দিকে তাকান। নিজের মধ্যেই ধরতে পারবেন আল্লাহর অস্তিত্বের ইয়াকিন। সন্তান-বাবা-মায়ের দিকে তাকান, আপনি তাদের ভালোবাসেন, ভালোবাসার ধরণ/পরিমাণ/অনুভূতিটা যুক্তিতে ধরা যায় না, তাতে কি আপনি সন্তান-বাবা-মাকে ভুলে যাবেন?

[লেখকের ফেসবুক পোস্ট থেকে]

উম্মাহ২৪ডটকম: এমএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।