Home কবিতা আমার বাবা (৪)

আমার বাবা (৪)

।। মালেকা ফেরদৌস ।।

মা’র কাছে-গল্প শুনতাম কেউ মরে গেলে
তারা হয়, কতদিন রাতের আকাশে তারাদের
মাঝে সাত বছরের ছোট ভাইটিকে খুঁজে কাঁদতাম।
এখন আকাশে তাকালেই বাবাকে মনে পড়ে
তারা হয়ে তিনি কি নিয়ত আমাকে দেখেন?

তোমাকে বলছি বাবা, এই পৃথিবীকে দেখ-
এখন পাখির কূজন যেন শোকের বিলাপ,
নদী এখন সভ্যতা বিনাশী দানবের বোতলে বন্দি,
রোদনের নাম যেন নদী, বৃক্ষের হাহাকারে পাখিরা
আবাস ছেড়েছে, পড়ে আছে অনাবাদী জমি।
বিশ্বে মানবতা শব্দটি কেউ উচ্চারণই করে না
কারণ, মানবতা বিশ্ব ক্ষমতাধরদের পদতলে চিড়ে
চ্যাপ্টা হয়ে আছে, বিশ্ব বিবেকের ধারক জাতিসংঘ
এখন স্বেচ্ছাতন্দ্রায়।

চিনার আগুনে জ্বলছে কাশ্মীর, পুড়েছে সিরিয়া, রক্তাক্ত ফিলিস্তিন
পাঠানদের মুলুক আফগানিস্তান- তার আসমানভেদী পর্বতের চূড়াগুলো
সমতলে মিশে গেছে তবুও পদানত নয় পাঠান শার্দুল।
বোমার আঘাতে ক্ষত-বিক্ষত ইরাক- সহস্র বছরের সভ্যতা ধ্বংশস্তুপ আজ।

মানবতাবাদীরা এখন বাঁদরের নাচ দেখতেই বেশি ভালোবাসেন,
স্বাধীনতা, মানবতা, সততার কানাকড়িও মূল্য নেই এখন।

কিছুক্ষণ আগে একটা তারা খসে পড়ল পৃথিবীতে,
জ্বলতে জ্বলতে তার শেষ আলোটুকু নিভে গেল,
তাহলে ঐ তারাটিই কি আমার বাবা ছিল?

আমার বাবা (১)

আমার বাবা (২)

আমার বাবা (৩)