Home ফিকহ ও মাসায়েল কুরবানীর পশুতে আক্বীকার অংশ নেওয়া জায়েয হবে কি?

কুরবানীর পশুতে আক্বীকার অংশ নেওয়া জায়েয হবে কি?

প্রশ্ন: আমরা এলাকার পাঁচ ভাই মিলে একটি গরু কুরবানী দিতে ইচ্ছা করছি। এর মাঝে চার ভাই কুরবানীর জন্য চার অংশ, আরেক ভাই তার কুরবানীর একাংশ আর তার ছেলের আক্বীকার জন্য দুই অংশ, মোট সাত অংশ হলো।

এখন আমাদের মাঝে কারো কারো মনে প্রশ্ন জেগেছে যে, কুরবানীর পশুতে আক্বীকার অংশ নেয়া জায়েয হবে কি?

উত্তর: হ্যাঁ, জায়েয হবে। ইসলামী শরীয়্যাহ মতে কুরবানীর গরু, মহিষ বা উটে কুরবানীর শরীকের সাথে আক্বীকার শরীক যুক্ত করা জায়েয আছে। ((ফাতাওয়ায়ে শামী, খণ্ড- ৬, পৃষ্ঠা- ৩২৬, ফাতাওয়ায়ে আলমগীরিয়্যা- খণ্ড- ৫, পৃষ্ঠা- ৩০৪, ফাতাওয়ায়ে মাহমূদিয়্যা- খণ্ড- ২৬, পৃষ্ঠা- ৪১৩/৪১৪, জাওয়াহিরুল ফাতাওয়া- খণ্ড- ১, পৃষ্ঠা- ১০৮)।

সমাধান দিয়েছেন- মুফতী মুহিউদ্দীন মাছূম

প্রধান মুফতী- জামিয়া সুবহানিয়া মাহমূদনগর, তুরাগ, ঢাকা ও জামিয়া মাদানিয়া বারিধারা, ঢাকা।

উম্মাহ২৪ডটকম:এমএমএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

আরও পড়তে পারেন-

ওজন দরে গরু ক্রয় করে কুরবানী করা জায়েয হবে কি?

রাসূলুল্লাহ (সা.)এর দাম্পত্য জীবনে খাদিজা (রাযি.)এর ভূমিকা

কুরবানী এলেই তাদের পশুপ্রেম বেড়ে যায়!

ইসলামে কুরবানীর বিধান সুস্পষ্ট: এর বিকল্প অন্য কিছুতে হতে পারে না

কুরবানীর ঐতিহাসিক পটভূমি এবং দার্শনিক তাৎপর্য