Home বিজ্ঞান ও প্রযুক্তি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের নজরদারিতে টিকটক

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের নজরদারিতে টিকটক

-ফাইল ছবি।

উম্মাহ অনলাইন: টিকটকের বিরুদ্ধে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের শনাক্তকরণের অনন্য তথ্য সংগ্রহের অভিযোগ উঠেছে। ২০১৯ সালের নভেম্বর পর্যন্ত টিকটক এ প্রক্রিয়া চালু রেখেছিল। ‘ওয়াল স্ট্রিট জার্নাল’-এর প্রতিবেদনে জানানো হয়, টিকটক অ্যান্ড্রয়েড অ্যাপ ব্যবহারকারীদের বিশেষ কাস্টমাইজড বিজ্ঞাপন দেখাতে মিডিয়া অ্যাকসেস কন্ট্রোল (ম্যাক) অ্যাড্রেস সংগ্রহ করেছিল।

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের ম্যাক অ্যাড্রেস সংগ্রহ করার বিষয়টি গুগল অনুমোদন করে না। এটি গুগলের প্রাইভেসি নীতিমালার লঙ্ঘন।

২০১৫ সালে গুগল অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের ম্যাক অ্যাড্রেস ও আইএমইআই নম্বর ব্যবহার করে নজরদারির করার বিষয়টি ডেভেলপারদের জন্য বন্ধ করে দেয়। তবে টিকটক বিশেষ কৌশলে এ পদ্ধতি ব্যবহার করে আসছিল। টিকটকের মতো আরও ৩৫০টির মতো অ্যাপ গুগলের নীতিমালা না মেনে আড়ালে ব্যবহারকারীর ওপর নজরদারি চালাচ্ছিল। টিকটক প্রায় ১৫ মাস ধরে ব্যবহারকারীর ওপর নজরদারি অব্যাহত রাখে। ২০১৯ সালের নভেম্বরে তারা এ চর্চা বন্ধ করে।

টিকটক এক বিবৃতিতে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জকে জানিয়েছে, সমসাময়িক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আমরা অ্যাপ হালনাগাদ রাখি। টিকটকের বর্তমান সংস্করণ কোনো ম্যাক অ্যাড্রেস সংগ্রহ করে না। আমরা ব্যবহারকারীদের সব সময় টিকটকের হালনাগাদ সংস্করণ ডাউনলোড করার পরামর্শ দিয়ে থাকি।

আরও পড়তে পারেন-

স্বামী নিরুদ্দেশ হয়ে গেলে স্ত্রী দ্বিতীয় বিয়ে করতে পারবে কি?

অনুমতি না নিয়ে কারো কথাবার্তা বা ফোনালাপ রেকর্ড করা সম্পর্কে ইসলামের বিধান

বিধবা স্ত্রী সন্তানদের ভরণ-পোষণ ও ব্যয় নির্বাহের জন্য চাকুরী করতে পারবেন কিনা?

স্বামী নিরুদ্দেশ হয়ে গেলে স্ত্রী দ্বিতীয় বিয়ে করতে পারবে কি?

ফজরের আযানের পর নফল নামায পড়া যাবে কি?

টিকটক মূলত প্রথমবার কেউ অ্যান্ড্রয়েড ফোনে ইনস্টল করে চালু করলেই টিকটক তাঁর ম্যাক অ্যাড্রেস সংগ্রহ করত। এরপর ওই ম্যাক অ্যাড্রেসটি টিকটক নির্মাতা বাইটড্যান্সের কাছে চলে যেত। সেখানে একটি বিজ্ঞাপন আইডির সঙ্গে এটি ট্যাগ হয়ে যেত। এই আইডি দিয়েই ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য না পেলেও তাঁর আচরণ নজরদারি করতে পারত টিকটক। এখানে সমস্যা হচ্ছে, ডিভাইস ফরম্যাট দিয়ে সবকিছু মুছে ফেললেও ম্যাক আইডি পরিবর্তন করা যায়। অর্থাৎ, টিকটক একবার ইনস্টল হয়ে গেলে এটি মুছে ফেলা হলেও নজরদারি চলতেই থাকে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রে অ্যাপ স্টোরে টিকটক নিষিদ্ধের ঘটনা ঘটলে এ প্ল্যাটফর্মে বিজ্ঞাপন দেওয়ার বিষয়টি নিষিদ্ধ হতে পারে।

গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক নির্বাহী আদেশে সই করে ৪৫ দিনের মধ্যে মার্কিন কোনো কোম্পানির সঙ্গে বাইটড্যান্সকে চুক্তিতে না এলে টিকটকের সঙ্গে লেনদেন নিষিদ্ধ করার কথা বলেছেন।

উম্মাহ২৪ডটকম:এমএমএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।