Home বিজ্ঞান ও প্রযুক্তি বুলেটপ্রুফ গ্লাস কীভাবে কাজ করে?

বুলেটপ্রুফ গ্লাস কীভাবে কাজ করে?

যখন সাধারণ একটি কাচের শার্সিতে আঘাত করা হয়, শক্তি শুষে নেওয়ার মতো কিছু থাকে না সেখানে। তাই দুর্বলভাবে জমাট বাধা কাচ ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। আর সহজেই বুলেট ঢুকে যেতে পারে ওই কাচের শার্সির ভেতর দিয়ে।

কিন্তু এ ধরনের ঘটনা রোধের জন্য কাচের ভেতর বিভিন্ন শক্তপোক্ত, ফ্লেক্সিবল প্লাস্টিক স্যান্ডউইচের মতো করে ঢুকিয়ে দেওয়া হয়। অনেক সময় ঢোকানো হয় পলিভিনাইল বাটরিল (পিভিবি)-ও। এরপর বারবার ওই কাচকে গরম ও ঠান্ডা করা হয়। লেমিনেশন নামের এই পদ্ধতিতে কাচের ভেতরে ঢোকানো জিনিসগুলো ভালোমতো জোড়া লেগে যায়।

আরও পড়তে পারেন-

এরপর যখন বুলেট এসে আঘাত করে ওই কাচের শার্সিতে, তখন কাচের বাইরের স্তরটা আগের মতোই ভেঙে যায়। কিন্তু যখন তারা ভাঙে, আঘাতের শক্তিটাকে শুষে নেয় ও ছড়িয়ে দেয় ভেতরে স্যান্ডউইচ হয়ে থাকা পিভিবি।

এর ফলে বুলেটের গতিবেগ কমে যায়। তাই কাচের শার্সি ভেদ করে সেটি আর ভেতরে প্রবেশ করতে পারে না। ভাঙা কাচের অংশগুলো দৃঢ়ভাবে প্লাস্টিকের সঙ্গে লেগে থাকে। তাই কোনো কাচের টুকরো উড়ে গিয়ে অন্যের ক্ষতির আশঙ্কাও আর থাকে না।

  • সূত্র: হাউ ইট ওয়ার্কস

উম্মাহ২৪ডটকম: এসএএম

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।