Home শীর্ষ সংবাদ মিরপুর বস্তিতে আগুনে ৪ হাজার ঘর পুড়ে গেছে

মিরপুর বস্তিতে আগুনে ৪ হাজার ঘর পুড়ে গেছে

0

রাজধানীর মিরপুর ১২ নম্বরে ইলিয়াস আলী মোল্লা বস্তির ভায়াবহ আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও এতে চার হাজরের বেশি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশনস) মেজর শাকিল নেওয়াজ ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, ওই বস্তিতে আট হাজারের মত ঘর ছিল। আগুনে তার ৫০ থেকে ৫৫ শতাংশই পুড়ে গেছে।

প্রায় ৭০ বিঘা জমির ওপর ওই বস্তিতে ঢোকার রাস্তাগুলো সংকীর্ণ হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছাতে এবং কাছাকাছি পানির উৎস না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে বলে জানান তিনি।

শাকিল নেওয়াজ জানান, তাৎক্ষণিকভাবে কারও নিহত হওয়ার খবর তারা পাননি। তবে আহত একজন নারীকে ভর্তি করা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।

আজ সোমবার ভোর ৪টায় আগুন লাগার পর ফায়ার সার্ভিসের ২১টি ইউনিটের চেষ্টায় সকাল ৭টা ২৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

সকাল সাড়ে ৮টার সময়ও পুরো এলাকা ছিল ধোঁয়ায় আচ্ছন্ন। ডাম্পিংয়ের কাজ শেষ হতে আরও সময় লাগবে বলে অগ্নি নির্বাপক বাহিনীর কর্মীরা জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here